চরভদ্রাসনে ইভটিজিংয়ের শিকার দুই জমজবোন অপহরন আতংকে গ্রামছাড়া ; বখাটেরদের হাতুরী পেটায় আহত-৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ০৬, ২০১৮

চরভদ্রাসনে ইভটিজিংয়ের শিকার দুই জমজবোন অপহরন আতংকে গ্রামছাড়া ; বখাটেরদের হাতুরী পেটায় আহত-৩

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি-                        
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে পড়–য়া দুই জমজ বোন কাজল ও রেখা (১৩) এলাকার বখাটেদের ইভটিজিংয়ের শিকার হওয়ার পর অপহরন আতংকে বুধবার দুপুরে গ্রাম থেকে পালিয়ে গিয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ পেশ করেছেন। উক্ত দুই জমজ সহোদর চরসুলতানপুর গ্রামের শহিদুল ইসলাম মন্ডলের মেয়ে। একই ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের নেশাখোর বখাটে মিজান (২৫), তামেল (২২), আকমাল (২১), রাজু (২২), রনি (২০), রাশেদ (২১) ইমরান বেপারী (২৩) ও আইয়ুব খালাসী (২৫) মিলে কিছুদিন ধরে ওই দুই জমজ কিমোরীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যাক্ত করে চলছিল। দু’দিন আগে ভাইয়ের মটর সাইকেলে চড়ে স্কুল থেকে বাড়ী ফেরার পথে বোন কাজলকে বখাটেরা টেনে হিচরে অপহরন করার চেষ্টাকালে বাঁধা দিতে গিয়ে ভাই রাকিব হোসেন (২৪) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। একই ঘটনার জ্বের ধরে বুধবার সকাল ১১ টায় ওই বখাটে দল জমজ কিশোরীর বাড়ীর উঠানে এসে অন্য দুই চাচাতো ভাই বাসার মন্ডল (৪২) ও তুষার মন্ডল (২৪) হাতুরী পেটা করে গুরুতর আহত করেছেন। আহতরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর ভাইদের উপর বখাটে গ্রুপের হামলা চলাকালে দুই জমজ সহোদর ছাত্রী বাড়ী থেকে পালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ পেশ করেছে। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, “ আমি দ্রুত ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালাবো এবং বখাটেদের পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে জেল দিয়ে দেবো”। উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী জানান, “ওই নেশাখোর বখাটে গ্রুপটি এলাকায় অতিরিক্ত অন্যায় করে চলেছে। প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রী অপহরন করার চেষ্টা চালানোর পরও তারা অস্ত্র নিয়ে  এলাকায় ঘুরে বেড়ায় এবং স্থানীয় কোনো মুরুব্বির কথাও বখাটেরা মানে না বিধায় আইনের শাষন ছাড়া আর কোনো পথ নেই বলেও তিনি জানান”। 

নির্যাতনের শিকার জমজ দুই বোন চরভদ্রাসন প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের জানায়, গত ডিসেম্বর থেকে উক্ত বখাটে গ্রুপ দুই কিশোরীর পিছু লেগেছে। কিশোরীরা স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসারকালে প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিছুদিন আগে টিফিন আওয়ার উক্ত বিদ্যালয়ের পাশ থেকে দুই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে হাত ধরে টানাটানি করে ব্যার্থ হয়। এরপর গত শনিবার কিশোরী কাজল স্কুল থেকে বাড়ী ফেরার জন্য তার আপন ভাইয়ের মোটরসাইকেলে উঠলে বখাটে গ্রুপ ভাইয়ের সামনে মোটরসাইকেল তেকে টেনে হিচড়ে নামিয়ে অপহরনের চেষ্টা চালায়। এ সময় ভাই রাকিব হোসেন বাঁধা দিতে গেলে বখাটেরা তাকে এলোপাথারী কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। স্থানীয় গ্রাম্য মাতুব্বররা উক্ত বিষয়টি নিয়ে আপোষ মিমাংষার বৈঠক করার অজুহাত দেখিয়ে আইনের আশ্রয় নিতে দেয় নাই বলে কিশোরীরা জানায় এবং বখাটেদের ভয়ে জমজ কিশোরীরা স্কুল যাওয়া বন্ধ করে দিয়ে বাড়ীতেই ছিল। বুধবার বখাটেরা লোহার রড় হাতুড়ী ও রামদা হাতে করে কিশোরীদের বাড়ীর সামনে এসেই তার চাচাতো ভাইদের মারধর শুরু করে। আর এ ফাঁকে দুই জমজ সহোদর বোন বাড়ী থেকে পালিয়ে ইউএিনও’র কাছে গিয়ে আশ্রয় নেয়। এ ব্যপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত বলেন, গত শনিবারে ইভটিজিংয়ের ঘটনায় কিশোরীর পরিবারের কেউ আমার কাছে আসে নাই, তবে বুধবার পুনরায় বখাটেরা হামলার চালিয়েছে বলে খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছি এবং বখাটেরা গাঁ ঢাকা দিয়ে আছে ।

Post Top Ad

Responsive Ads Here