নাটোর প্রতিনিধি
জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ এর প্রতিবেদন আনুযায়ী নতুন মজুরী (বেতন স্কেল) ঘোষণা হওয়ায় মঙ্গলবার (৩ জুলাই) আনন্দ মিছিল করেছে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সকালে নর্থ বেঙ্গল সুগার মিল থেকে শ্রমিকরা আনন্দ মিছিল করে গোপালপুর বাজারের কড়ইতলায় গিয়ে সমাবেত হয় সেখানে আওয়ামীলীগ নের্তৃবৃন্দ তাদের সাথে সমাবেত হয়। এসময় নাটোর-১ আসনের (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল প্রমুখ। এর আগে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে শ্রমিক কর্মচারীদের আনন্দ উল্লাসে যোগ দেন মিলের কর্মকর্তারাও। এসময় মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান শ্রমিকদের উদ্দেশ্যে বক্তিৃতা করেন।উল্লেখ্য ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল ঘোষণা হলেও রাষ্ট্রায়াত্ব কল-কারখানার শ্রমিকদের শ্রমিকদের মজুরী স্কেল ঘোষণা হয়নি। গতকাল তার মন্ত্রীসভায় আনুমোদন দেওয়া হয়।