বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, বিবার্তা ডট কমের নাটোর প্রতিনিধি ও দৈনিক উত্তরবঙ্গ বার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাকলাইন শুভকে দুপক্ষের সংঘর্ষে জড়িত থাকার মিথ্যা মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সায়দুজ্জামান একই আদেশে উপজেলার চান্দাই ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিন মাহমুদ সৈনিককেও মামলা থেকে অব্যহতি প্রদান করেন।
সাংবাদিক সাকলাইন শুভ আমার এমপি ডট কমের স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের নিজস্ব অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছর চান্দাই ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন স্থানান্তরকে কেন্দ্র করে ঈদের দিন দুই পক্ষের মারামারি হয়। সেই ঘটনায় প্রতিপক্ষের দেয়া মামলায় সাংবাদিক সাকলাইন সহ ১০ জনকে আসামী করা হয়। কিন্তু মূলত ঘটনার দিন সাংবাদিক সাকলাইন শুভ স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে অবস্থান করছিলো এবং এ তথ্যটি নিশ্চিত করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
সাংবাদিক সাকলাইনের পক্ষে মামলাটি পরিচালনা করেন নাটোর কোর্টের সিনিয়র আইনজীবী ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিজান ও ফিরোজ আহম্মেদ।