মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা সমাজসেবা অধিদপ্তর মুজিবনগর উপজেলার জন্য ২০১৭-১৮ অর্থবছরে বর্ধিত ভাতাভোগীদের ( বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী) মাঝে ভাতা’র বই বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত( বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী) মাঝে ভাতা’র বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, মুজিবনগর থানার এস আই হান্নান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। এ সময় ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন।