জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে মাদক সেবনের অভিযোগে দুইজনকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ডসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যজিস্ট্রেট আ. করিমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং র্যাবের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ভ্রাম্যমান আদালত মৃত খন্দকার মোজাম্মেলের ছেলে মো. তানসেন (৪০) এবং নৈমউদ্দিনের ছেলে মো. ফরহাদ (৩৫) কে ৫ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন। মো. হাবিবুর রহমানের ছেলে শামীম আল মামুন (৪০), মৃত ওমর আলীর ছেলে মো. দুলাল (৪০), মৃত আনসার আলীর ছেলে মো. সবুজ মিয়া (২৫), মো. আমজাদ আলীর ছেলে মো. ছানোয়ার হোসেন (২৭), মৃত দানেশ আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৬৯), আনছু তালুকদারের ছেলে মো. নজরুল ইসলাম (৭০) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। মৃত আকবর আলীর ছেলে মো. সমিজ উদ্দিন (৩২) কে দুই মাস এবং ফজলুল হকের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫) ও মৃত আহম্মেদ আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৭) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।