বড়াইগ্রামে জিআর চাউল বিতরণ কর্মসূচী উদ্বোধন । shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ০৩, ২০১৮

বড়াইগ্রামে জিআর চাউল বিতরণ কর্মসূচী উদ্বোধন । shomoy sangbad

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরে বড়াইগ্রামে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, হতদরিদ্র মৎস্যজীবি, আদিবাসী পরিবার, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মানবিক সহায়তা হিসেবে জিআর চাউল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু, চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু প্রমূখ।
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, হতদরিদ্র মৎস্যজীবি ও আদিবাসী পরিবারকে জন প্রতি ২০ কেজি করে চাউল দেওয়া হয়। এছাড়া মাদ্রাসা, লিল্লাহ-বডিংসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে ১টন করে মোট ৮০ মেট্রিক টন চাউল বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here