মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থা-এর আয়োজনে “মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম”এর আওতায় ১১ তম ব্যাচে ৪৮ জন মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হযেছে। ওই ৪৮ জন মহিলার মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার জেলা জাতীয় মহিলা সংস্থা-এর কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থা-এর চেয়ারম্যান শামীমআরা হীরা, জেলা পরিষদের সদস্য সামিউন বাসিরা পলি। বক্তব্য রাখেন প্রশিক্ষানার্থী নুরুন নাহার, মায়াবী আখতার প্রমুখ।