টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী মাস্টার ও তার সন্তানদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঘন্টা ব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ডেপুটি কমান্ডার কদ্দুস মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক (বিপ্লব), সাধারন সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), ছিলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুর রহমান প্রমুখ। এসময় মানববন্ধনে ছিলিমপুর ইউনিয়নের ৩’শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৩ই জুন বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্ল্যা গ্রামে বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলীর মাস্টার এর বাড়ীতে হামলা করে একদল সন্ত্রাসী। এ হামলায় বীর মুক্তিযোদ্ধা সুজায়েত মাস্টার ও তার পরিবারের সদস্যরা আহত হন।