নাটোর প্রতিনিধি
সোমবার আনুষ্ঠানিকভাবে নাটোরের লালপুর উপজেলাকে শতভাগ স্কাউটস উপজেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে লালপুর উপজেলা প্রসাশন ও বাংলাদেশ স্কাউটস্ লালপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্ত¡রে স্কাউট সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে স্কাউট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক ও জেলা স্কাউটস্ সভাপতি শাহিনা খাতুন উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম পরিচালিত হওয়ায় এ ঘোষণা দেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা স্কাউটস্ কমিশনার এনামুল হক, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সাদিয়া আরফিন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, লালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, লালপুর থানার ওসি (তদন্ত) তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্কাউটস্ সাধারণ সম্পাদক ফজলুর রহমান হেলাল প্রমুখ ।
উল্লেখ্য, ১১২টি প্রাথমিক বিদ্যালয়, ৫৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদরাসাসহ উপজেলায় ১৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম চলমান রয়েছে। এতে কাব শিক্ষার্থী, স্কাউটস্ শিক্ষার্থী ও এডাল্ট লিডারসহ ১০ হাজার ৪৫ জন শিক্ষার্থী নিয়ে লালপুর উপজেলাকে শতভাগ স্কাউটস্ উপজেলা হিসেবে ঘোষনা দেওয়া হয়।