shomoysangbad.com |
মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এমপি বলেছেন শিক্ষার মান বাড়াতে শিক্ষকের মানোন্নয়ন প্রয়োজন। বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সকালে মির্জাপুর বিশ^বিদ্যালয় কলেজের নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় এসকল কথা বলেন এম.পি। তিনি আরও বলেন, যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততো উন্নত।
অনুষ্ঠানের শুরুতেই কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কলেজের অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ একাব্বর হোসেন এম.পি। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর কলেজের উপাধ্যক্ষ খাদিজা ইয়াসমিন, বিশিষ্ট ক্রীড়াবিদ খ: মোফাজ্জল হোসেন দুলাল, কলেজ গভর্নিং বোর্ডের সদস্য খ: বিপ্লব মাহমুদ উজ্জ্বল, সদস্য মোঃ আনোয়ার হোসেন, সোবাহান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সে সময় অন্যান্যের মধ্যে মির্জাপুর পৌর আ.লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, কলেজের সাবেক ভি.পি আবু আহম্মেদ, মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মিয়াসহ কলেজের সকল শিক্ষকগণ, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি মোঃ একাব্বর হোসেন এম.পি কে সম্মাননা স্মারক প্রদান করেন অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ। এরপর রোভার স্কাউট সদস্যদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।