মেহের আমজাদ,মেহেরপুর
মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগে সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। গতকাল রবিবার বিকেলে জয়পুর, তারানগর, পুরন্দরপুর ও গোপিনাথপুর গ্রামে গণসংযোগ করেছেন। গণসংযোগ কালে সরকারের উন্নয়নের দিকগুলো তুলে ধরেন এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এখন থেকে এক হয়ে কাজ করার আহবান জানান।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুসল বিনিময় করেন। গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ নেতা খাইরুল ইসলাম ইতা, ইউপি আ‘লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক, প্রধান শিক্ষক কিয়ামত আলী, ওয়ার্ড সভাপতি উলফাত শেখ, সাধারন সম্পাদক আল আমিন, সাবেক ইউপি সদস্য দাউদ হোসেন, যুবলীগ নেতা হুমাউন কবীর বাবু, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, রাফিউল ইসলাম রকি, রাকা, যুবলীগ নেতা হেলু, মিরাজ, বকুল প্রমুখ।