ভ্রাম্যমান প্রতিনিধি-
টাঙ্গাইলের ধনবাড়ীর উখারিয়াবাড়ী আব্দুল বাছেদ তালুকদার স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি-২০১৬ বৃত্তি প্রাপ্ত অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বুধবার বিকেলে বৃত্তি সনদ প্রদান করা হয়েছে।
কোরান তেলাওয়াতের মধ্যেদিয়ে অনুষ্ঠান টি শুরু হয়। অনুষ্ঠানে আব্দুল বাছেদ তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার শোভার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, বৃত্তি ফাউন্ডেশনের সদস্য সচিব মো: শহিদুল্লাহ সহ অনান্য অতিথিবৃন্দ।
বৃত্তি প্রধান অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম সকল শিক্ষার্থী ও অভিবাকদের উদ্দ্যেশে বলেন আপনারা মাননীয় প্রধান মন্ত্রীর ভিশন ২০২১ ও বাংলাদেশ কে একটি শিক্ষিত জাতি গঠন বাস্তবায়নে আন্তরিক । শিক্ষার পাশাপাশি খেলাধুলা কে আরোও গুরুত্ব দিতে হবে বলে ও তিনি জানান।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।