নাটোরের বড়াইগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু;স্বামী গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৬, ২০১৮

নাটোরের বড়াইগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু;স্বামী গ্রেপ্তার


আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ীগ্রামে আঁখি খাতুন (২৪) নামে এক গৃহ বধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আব্দুর রাজ্জাক (২৭) কে আটক করেছে। নিহত আঁখি খাতুনের দুই বছর চার মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। 
স্থানীয় জোয়াড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম জানান, আর্থিক অনটনের কারণে মাঝে মধ্যেই আঁখি ও তার স্বামীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। রোববার ভোরে আব্দুর রাজ্জাকের বাড়িতে কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তার স্ত্রী ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্যহত্যা করেছে বলে জানানো হয়। খবর পেয়ে নিহতের অভিভাবক তার নানা-নানী আসেন। পরে তারা আঁখিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবী করেন। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। 
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক তহসেনুজ্জামান জানান, নিহতের গলায় দাগ ও নাকে রক্ত দেখা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য থাকায় লাশের পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমর্টেমের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের নানা জয়েনউদ্দিন বাদীহয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Post Top Ad

Responsive Ads Here