আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ীগ্রামে আঁখি খাতুন (২৪) নামে এক গৃহ বধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আব্দুর রাজ্জাক (২৭) কে আটক করেছে। নিহত আঁখি খাতুনের দুই বছর চার মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক তহসেনুজ্জামান জানান, নিহতের গলায় দাগ ও নাকে রক্ত দেখা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য থাকায় লাশের পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমর্টেমের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের নানা জয়েনউদ্দিন বাদীহয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।