নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধি-
পদ্মা ভাঙন যেন চরভদ্রাসনের মানুষের জন্ম জন্মান্তের সমস্যা।প্রতি বছর শত শত লোক এই সমস্যার সম্মুখ হয়।হতে হয় ভিটে মাটি ছাড়া।বতর্মানে চরভদ্রাসন হুমকির চরম পর্যায়ে পৌছায়।চরভদ্রাসনের এমপি ডাংগি এলাকায় পদ্মা ভাঙকে ভাঙতে রাস্তা ধরে ফেলে।অস্থায়ী ভাবে গতবার রোধ করার চেষ্টা করলেও তার কোন ফল পাওয়া যায়নি।এবার ও অস্থায়ী ভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে।তবে এরই মধ্যে ভিটেমাটি ছাড়া হয়েছে প্রায় অর্ধশত পরিবার।
গতবছর আওয়ামীলীগ নেতা ও পেসিডিয়াস সদস্য কাজী জাফরউল্লাহ নৌ প্রতিমন্ত্রি ও পাওবির কর্মকর্তাদের নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে।
এরপর কর্গো ভিরানোর জন্য ভাঙন বাড়তে থাকলে ডিসি ও নৌ কর্মকর্তারাও পরিদর্শন করেন।প্রেসিডিয়াম সদস্য গতবছরই পদ্মা ভাঙনরোধের একটি স্থায়ী বাধ তৌরী করার আশ্বাস দিয়েছিলেন এবং বিভিন্ন প্রকল্প তৈরী করেছিলেন।বিভিন্ন মন্ত্রনালয়ে ও সরকারের কাছে প্রি একনেক হওয়ার পর আগামীকাল মঙলবার ৭ই আগষ্ট বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ে চুরান্তভাবে পাশ হবে বলে বিশ্বস্ততার সুত্রে জানা গেছে।
চরভদ্রসন খানা আওয়ামীলীগের সদস্য শিকদার আবুল বাশার জানান “শুরুতে ৩৪২ কোটি বা ৩৩৭ কোটি টাকার প্রকল্প হলেও তা এখন ২৯২ কোটি ২২ লক্ষ ৭৭হাজার টাকার প্রকল্প হবে।এবং এটা আগামিকাল একনেকে পাশ হতে পারে বলা যায়।
এবং আজকে চরভদ্রাসনের বিভিন্ন নেতা কর্মী ও সাধারন মানুষের ফেসবুকে পোষ্ট ও কমেন্টের খবর ও পাওয়া গেছে।এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ বলেছেন এটা চরভদ্রাসনের মানুষের জন্য আনন্দের সংবাদ।