কৃত্তিকা’র আত্মার শান্তি কামনা ও হত্যাকারীদের বিচার দাবিতে রাঙামাটিতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মৌন প্রতিবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০২, ২০১৮

কৃত্তিকা’র আত্মার শান্তি কামনা ও হত্যাকারীদের বিচার দাবিতে রাঙামাটিতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মৌন প্রতিবাদ

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ৯ মাইল ত্রিপুরা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরার আত্মার শান্তি কামনায় এবং ধর্ষক ও খুনিদের বিচারের দাবীতে মঙ্গল প্রদীপ প্রজ্জনন ও মৌন প্রতিবাদ করেছে রাঙ্গামাটি ত্রিপুরা ষ্টুডেন্ট ফোরাম ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন।
বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাঙ্গামাটি গর্জনতলী এলাকায় অখন্ড মন্ডলী মন্দির প্রাঙ্গণে সাড়িবদ্ধ হয়ে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে শতাধিক নারী পুরুষসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ মোমবাতি প্রজ্জনন করে কৃত্তিকা ত্রিপুরার আত্মার শান্তি কামনা করা হয়।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সদস্য অঞ্জুলাল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি হৃদয় ত্রিপুরা, রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক বিকাশ ত্রিপুরা,  ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদিকা উর্মি ত্রিপুরা প্রমুখ।
এ সময়, কৃত্তিকা ত্রিপুরা হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।
উল্লেখ্য, গত শনিবার (২৮ জুলাই) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯ মাইল এলাকায় ধর্ষণের পর হত্যা করে ৫ম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে। পরে তাদের বাড়ির নিচে জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে দীঘিনালা থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের মা অনুমতি ত্রিপুরা।

Post Top Ad

Responsive Ads Here