জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের কালিহাতীতে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে সালাউদ্দিন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়ি বটতলা ব্রিজের পাশে ঝিনাই নদীতে এই ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন ফুলবাড়ি গ্রামের করিমুদ্দিনের ছেলে। সে স্থানীয় কোকডোহরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ি বটতলা ব্রিজের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে সালাউদ্দিন বন্ধুদের সাথে গোসল করতে নামে। এসময় হঠাৎ সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।রে স্থানীয়দের সহায়তায় তিন ঘন্টায় চেষ্টায় দুপুর সাড়ে ৩টার দিকে মাছ ধরার জাল দিয়ে সালাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়।