রাঙামাটিতে ট্রাফিক পুলিশ সপ্তাহ শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৬, ২০১৮

রাঙামাটিতে ট্রাফিক পুলিশ সপ্তাহ শুরু

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
সারাদেশ ব্যাপী ন্যায় ট্রাফিক পুলিশ সপ্তাহ্ উদযাপন উপলক্ষে যথাযথ মর্যাদায় রাঙামাটিতে আলোচনা সভা ও বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরিক্ষা শুরু করা হয়েছে। রোববার ৫ আগষ্ট থেকে ১১ আগষ্ট পর্যন্ত দিবসটি পালন করা হবে। এই দিন গুলোতে সচেতনতামূলক প্রত্যেক যানবাহনের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বিভিন্ন বৈধ কাগজপত্র চেক করে দেখছেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগ,জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রট,বি এ টি এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহরের বনরুপা এলাকার সিএনজি স্টেশনে ট্রাফিক পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।জেলা পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধে বক্তব্যে রাখেন,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,সাংবাদিক সুনীল কান্তি দে,মোজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমির অধ্যক্ষ নূরুল আমিন  পাটোয়ারী,রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার,রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সম্পাদক মো. নূরুল আবছার  প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে স্কাউটস,সিএনজি ও বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ অংশ নেন। 
বক্তারা বলেন, সারা দেশে যে ভাবে শিক্ষার্থীরা স্কুল ছেড়ে রাস্তায় নেমে এসেছে তাতে আমাদের বুঝতে হবে। এখানে একটি অপশক্তি কাজ করছে। শিক্ষার্থীরা থাকার কথা স্কুলে তারা আজ কেন রাস্তায় নেমে পুলিশের ভূমিকায় লাইসেন্স চেক করতে হচ্ছে। এটা আমাদের সচেতনতার অভাব রয়েছে। দেশে সবাই আইন মেনে চললে আজ ইস্যুবিহীন শিক্ষার্থীরা রাস্তায় নামার সাহস পেত না।
বক্তারা বলেন,খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষার্থীরা যেন ভুল পথে হাটতে না শেখে। রাঙামাটিতে একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা বসবাস করছি। তাই খেয়াল রাখতে হবে যেন কেউ গোলাপানিতে মাছ শিকার করতে না পারে। ঢাকা চট্টগ্রামের ইস্যু আমরা এখানে টেনে আনতে চাইনা। নিরাপদ সড়ক ব্যবহারে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাকে কাজ করে আহবান জানান বক্তারা। তারা আরো বলেন,সবাইকে ট্রাফিক আইন মেনে চলাতে হবে। ট্রাফিক আইন না মানলে নিরাপদে গাড়ি চালানো সম্ভব নহে।আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্যকাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে রাঙামাটিতে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here