আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান উদ্দ্যেগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার বিকালে মৎস্যজীবী ও সাধারণ জনগনের কল্যাণে উপজেলার চিরিডাঙ্গা ও দোবিরা বিলে এই মাছের পোনা অবমুক্ত করা হয়। বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী নিজ হস্তে ১৫০ কেজি বিভিন্ন দেশীয় প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, নাটোর জেলা পরিষদের সদস্য ও বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবুল কালাম জোয়ার্দ্দার, জয় বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, মাসুদ করিম বাকী প্রমৃখ নেত্রীবৃন্দু।