মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, বর্তমান সভাপতি আলামিন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা লাভলী ইয়াসমিন, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।