মেহের আমজাদ,মেহেরপুর -
মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেজবাহউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।