শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে বিদেশের মতো দেশ হবে বাংলাদেশ - এম.পি একাব্বর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৬, ২০১৮

শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে বিদেশের মতো দেশ হবে বাংলাদেশ - এম.পি একাব্বর

মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
“শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে এতো যে উন্নয়ন হবে তাতে আমাদের দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ হিসেবে পরিণত হবে, তাই সকলকে আবারও নৌকায় ভোট দিয়ে আ.লীগকে জয়ী করতে বলেন, টাঙ্গাইল-০৭ আসনের এম.পি মোঃ একাব্বর হোসেন। রবিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বিনামূল্যে ঢেউ টিন ও অর্থ বিতরণের সময় তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে সকল মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী।
টাঙ্গাইলের মির্জাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য অর্থ বিতরণ করা হয়েছে। সে সময় মির্জাপুর পৌরসভা কর্তৃক আয়োজিত আলোচনাসভায় মির্জাপুর পৌর মেয়র মোঃ সাহাদৎ হোসেন সুমন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এম.পি।
সে সময় অন্যান্যের মধ্যে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখার সভাপতি (সাংবাদিক)মোঃ মাজহারুল ইসলাম শিপলু, প্রেসক্লাব মির্জাপুর সভাপতি (সাংবাদিক) সামছুল ইসলাম শহিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি (সাংবাদিক) মীর আনোয়ার হোসেন টুটুল, পৌর সচিবসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পৌর সভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প অফিস সুত্র জানিয়েছেন, বজ্রপাতে মৃত্যুর জন্য এক পরিবারকে ২০ হাজার টাকা, দুস্থ্য ও অসহায় ৬ জনকে ২ বান্ডিল করে ঢেউ টিন ও ৬ হাজার করে টাকা এবং ১০১ জনকে ১ বান্ডিল করে ঢেউ টিন ও ৩ হাজার করে টাকা তুলে দেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here