ভ্রাম্যমান প্রতিনিধি
লাগামহীন সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখা।
‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই শ্লোগান নিয়ে শুক্রবার সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের শহিদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, উপদেষ্টা এস আকবর খান, সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন লিংকন প্রমুখ।
এ সময় বক্তরা লাগামহীন সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকা রাখার দাবি করেন। এছাড়া সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করছে তা যৌক্তিক। দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়কের দাবিতে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।