টাঙ্গাইলে ১৫ বছর যুবকের গাড়ী চাপায় ১০ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৩, ২০১৮

টাঙ্গাইলে ১৫ বছর যুবকের গাড়ী চাপায় ১০ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

ভ্রম্যমান প্রতিনিধি-
টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্রের চাপায় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী সাদিয়া আক্তার (১৫) নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে কালিয়া ইউনিয়নের বেলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ওই এলাকার আজাহারুল হকের মেয়ে। এ ঘটনায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে রাখে।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে বেলতলী বাজারে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পাগলার মোড় থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদিয়ার মৃত্যু হয়। স্থানীয় জনতা ঘাতক মাহিন্দ্র ভাঙচুর করে। এসময় চালক লাভলু(১৫)কে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।এ ব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, চালকে গ্রেপ্ততার করা হয়েছে এবং মালিককেও গ্রেপ্ততার করা হবে।

Post Top Ad

Responsive Ads Here