ভ্রাম্যমান প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম শফি, ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাবিব পিপুল, কামরুল হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-কলাণ সম্পাদক এম এ বাতেন, যুবনেতা মেহেদী হাসান মৃদুল, ছাত্রনেতা মামুন খান, শাফিন আহমেদ হিমেল, আরিফ, ইসলাম আকাশ, রাজু আহমেদ, রিফাত সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন।