মেহের আমজাদ,মেহেরপুর -
নিরাপদ সড়ক ও বাস চাপায় দুই শিক্ষার্থীর হত্যার বিচারের দাবীসহ ৯দফা বাস্তবায়নের দাবীতে মেহেরপুরে মানববন্ধন করেছে সাধারন ছাত্ররা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ শিক্ষার্থী মোহাইমিনুর রহমান আবির ও হৃদয় খানের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, দুই শিক্ষার্থী হত্যার বিচারসহ তাদের দাবী সমূহ মেনে নিতে সরকারের প্রতি আহব্বান জানান । এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে রাজধানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একমত পোষন করে এবং নৌ মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ চাই, নিরাপদ সড়ক চাই, শিক্ষার্থী হত্যার বিচার চাই সহ ক্দ্রেীয় ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের আহবান জানায়।