সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। এ উপলক্ষ্যে রোববার সকালে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যাগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এছাড়া শোভাযাত্রায় জেলা পুলিশ বিভাগ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে সড়ক নিরাপত্তার জন্য লাইসেন্স বিহীন যানবাহন ও চালকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।