চরভদ্রাসন প্রতিনিধিঃ- ফরিদপুর চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ কার্টুন পলিথিন সহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
জানা যায়,সোমবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি দল গোপালপুর ঘাটে অবস্থান নেয়।এ সময় ঢাকা রাজার ঘাট থেকে আগত মালবাহী একটি ট্রলার থেকে ১৮ কার্টুন পলিথিন হাতেনাতে ধরেন।এবং ঐ সময় উক্ত ট্রলারের মালিক আলামিন মাঝি (৪৫) , চরভদ্রাসন বাজারের ব্যাবসায়ী আক্কেল আলী(৪০)এবং বাজার ব্যাবসায়ী সেক বিল্লাল কে আটক করেন।একাধিক সুত্র থেকে জানা যায় দীর্ঘদিন যাবৎ এই দুই ব্যাবসায়ী ও মাঝি ঢাকা থেকে চরভদ্রাসন ও পাশ্ববর্তী হাজীগঞ্জ বাজারে পলিথিন সাপ্লায় দিয়ে থাকত।
নাম প্রকাশে অনিচ্ছুক চরভদ্রাসন বাজারের একাধিক ব্যাবসায়ী জানায় দীর্ঘদিন যাবৎ এই ব্যাসায়ী ও মাঝি পলিথিন ব্যাবসা করে আসছিল।ক্ষোভ প্রকাশ করে একাধিক ব্যাবসায়ী জানায়,“যেখান থেকে পলিথিন বানায় সেখানে বন্ধ না করে আমাগো মতন গরীব দোকানদারকে ধরে কি হবে”। আগে বানানো বন্ধ করতে হবে।
এ অভিযানে মামলা হবে কি-না জিজ্ঞেস করলে ফরিদপুর গোয়েন্দা শাখার এস.আই. বদিউজ্জামান জানায়, “গোয়েন্দা শাখা থেকে তথ্য নিতে হলে পুলিশ সুপারের অনুমতি নিতে হয়। থানা পুলিশ আর ডিবি এক জিনিস না। কাজেই মামলার ব্যাপারে সাংবাদিকরা ডিবিকে এভাবে প্রশ্ন করতে পারেন না”।