ফরিদপুরে শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০২, ২০১৮

ফরিদপুরে শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন !

ফরিদপুর প্রতিনিধি-
রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের নয় দফার দাবিতে সারাদেশের ন্যায় ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেছে। এদিকে আজ সরকারী ভাবে স্কুল বন্ধ থাকলেও এর ভিতর স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে এসে শান্তিপূর্ন কর্মসূচি পালন করে।  
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের হাইস্কুল মার্কেটের সামনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিরাপদ সড়কের দাবিতে নয় দফা প্রস্তাব নিয়ে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা। এসময় ওই সড়কে সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন শেষে আবার বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বিতীয় গেটে গিয়ে তারা তাদের কর্মসূচি শেষ করে।  
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীর মৃত্যু হয়েছে। আমরা আমাদের ভাই হত্যার বিচার দাবিতে আন্দোলনে নেমেছি। সরকার আমাদের রাস্তায় নিরাপত্তা দেবে এবং এই ঘটনার সাথে জরিতদের কঠিন শাস্তির ব্যবস্থা করবে এই আশা রাখেন তারা। নিরাপদ সড়কের এই আন্দোলনে ফরিদপুরের জেলা স্কুল, হাই স্কুল, পুলিশ লাইনস, রাজেন্দ্র কলেজ, ইয়াসিন কলেজ, মহাবিদ্যালয়ের শিক্ষার্থীলা অংশ নেয়।

Post Top Ad

Responsive Ads Here