প্রহসনের সিটি করপোরেশন নির্বাচনের প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৩, ২০১৮

প্রহসনের সিটি করপোরেশন নির্বাচনের প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর 
প্রহসনের সিটি করপোরেশন নির্বাচনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, নজিরবিহীন কারচুপির মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে জনগণের রায়কে ছিনতাই করা হয়েছে। প্রহসনের এই নির্বাচনে জনগণকে তামাশায় পরিনত করেছে সরকার। অবিলম্বে  রাজশাহী ও বরিশালের নির্বাচনী ফলাফল বাতিল করে পূনঃ নির্বাচনের দাবী জানান। ভবিষ্যতে সরকারের দুরভিসন্ধিমূলক একতরফা নির্বাচনের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান হাবু, হাজী ফজলু খাঁন, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ মিরন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুল, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার রিনা,  জেলা তাঁতীদলের সভাপতি আরজুল্লা বাবলু মাস্টার, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক রাইহানুল কবির, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সহ-সভাপতি আজিমুদ্দিন গাজী, সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার  প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here