জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম সাধারণ সম্পাদক খ. আশরাফুজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন সহ অন্যান্য নেতৃবৃন্দ।