মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নিজাবত মিয়ার কন্যা চুমকী ও তার জামাই রানা’র পক্ষ থেকে মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়কে ৩০ হাজার টাকা নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে কানাডা প্রবাসী ওই দম্পত্তির পক্ষ থেকে নিজাবত মিয়ার জামাতা ও বিশিষ্ট চিকৎসক আবুল রাশার ও তার পত্নী নিলুফার বেগম এই অনুদানের অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপালী খাতুনের কাছে হস্তান্তর করেন। এর আগেও এই প্রবাসী দম্পতি প্রতিবন্ধি শিশুদের জন্য ১৫ হাজার টাকা অনুদান দেন। এই সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তুহিন আরন্য, সাধারণ সম্পাদক শোয়েব রহমান দুরন্ত সহ কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।