তরুছায়া'র নতুন প্রকল্পের উদ্ধোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

তরুছায়া'র নতুন প্রকল্পের উদ্ধোধন

ফরিদপুর অফিস
পড়বে ওরা গড়বে দেশ হবে সোনার বাংলাদেশ.. এই শ্লোগান নিয়ে গতকাল উদ্ধোধন করা হলো তরুছায়া এডুকেশন ডেভেলপমেন্ট সেক্টরের নতুন প্রজেক্ট " সোনার বাংলা গড়ি "।
ফরিদপুর জেলার বিভিন্ন স্কুলে জরিপের মাধ্যমে প্রায় দুই শতাধিক গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয় শিক্ষা উপকরন ( প্রতি দুই মাস পর খাতা কলম, পেন্সিল, রাবার, স্কেল, ইত্যাদি এবং প্রতি বছরে একবার দেওয়া হবে স্কুলের পোশাক, স্কুল ব্যাগ, জুতা)।



আজ উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর বর্নমালা স্কুলের ১০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় এই শিক্ষা উপকরণ।

প্রকল্প সম্পর্কে তরুছায়ার সভাপতি খালিদ মাহমুদ সজীব বলেন দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই এজন্য আমরা স্কুল থেকে ঝরে পড়া রোধ করে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং স্বপ্নের সোনার বাংলা গড়তেই আমাদের এই প্রকল্প।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুছায়া'র প্রতিষ্ঠাতা সভাপতি খালিদ মাহমুদ সজীব, বর্নমালা স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল , সহ তরুছায়া'র কেন্দ্রীয় ও সেক্টর কমিটির সদস্যবৃন্দ।