বড়াইগ্রামে ১৫ হাজার তালের বীজ রোপন কর্মসূচী উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

বড়াইগ্রামে ১৫ হাজার তালের বীজ রোপন কর্মসূচী উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:-প্রতিবছর বজ্রপাতে মারা যায় অসংখ্য মানুষ। এই বজ্রপাত এখন দুর্যোগ হিসেবে মনে করছেন আবহাওয়াবিদরা।

 এই মৃত্যু ঠেকাতে ও দুর্যোগ মোকাবেলা করতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলার ৭ ইউনিয়ন ও ২ পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ১৫ হাজার তালের বীজ রোপন করার উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহিমালী, ভাবানীপুর, আটঘড়িয়া এলাকায় তালের বীজ রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, প্রবীন আ’লীগ নেতা ও বনপাড়া পৌর ওয়ার্ড সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক, জয়বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল বালী সহ স্থানীয়  আ’লীগের বিভিন্ন নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উপজেলা পরিষদ স্থানীয়দের সহায়তায় এ মাসের মধ্যেই এ তালের বীজ রোপন সম্পন্ন করবে ও পাশাপাশি প্রাথমিক পরিচর্যারও দায়িত্ব পালন করবে বলে জানায় পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।