দূর্গা মন্ডপে বঙ্গবন্ধু স্যাটালাইট ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

দূর্গা মন্ডপে বঙ্গবন্ধু স্যাটালাইট ১

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃহিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা । সকাল থেকে চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা অর্চনা শুরু হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও দূর্গাপূজায় রাজশাহীতে ভিন্ন ধরনের পূজা মণ্ডপ তৈরি করেছে রাজশাহীর টাইগার সংঘ। এবারে বাংলাদেশের ঐতিহাসিক মহাকাশ জয়ের আদলে বঙ্গবন্ধু স্যাটালাইট-১ এর স্বরুপ মণ্ডপ তৈরি করেছে তারা।


টাইগার সংঘ পূজামণ্ডপ কমিটির সভাপতি শ্রী সুমন চক্রবর্তী  বলেন, আমাদের ক্লাব ৩৭ বছর থেকে পূজার আয়োজন করে আসছে। প্রতিবারই আমাদের পরিকল্পনা থাকে একটু ব্যতিক্রম কিছু করার। তাই এবারে বাংলাদেশের ঐতিহাসিক মহাকাশ জয়কে স্বরনীয় করে রাখতে আমরা বঙ্গবন্ধু স্যাটালাইটের থিম নিয়ে পূজামণ্ডপটি তৈরি করেছি।

এছাড়া আমাদের মণ্ডপের প্রতিমা পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। মণ্ডপ ও প্রতিমাসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ে টাইগার সংঘের এই আয়োজন। তবে বৈরী অবহাওয়ার কারণে এবার খরচের পরিমানটা বেশী হয়েছে বলেও জানান তিনি।

টাইগার সংঘ পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রেরণ বাংলাদেশের একটি বড় অর্জন। আর এই অর্জনকে প্রাধান্য দিতেই মণ্ডপটি সাজানো হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও মণ্ডপ পরিকল্পনা একেবারেই নিজস্ব।

এদিকে, দূর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বিভিন্ন এলাকার পূজা মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিভিন্ন পূজা মণ্ডপগুলো ধীরে ধীরে দর্শনীয় হয়ে উঠেছে। সনাতন ধর্মালম্বীরাসহ সকলেই নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখছেন।

ইতোমধ্যে সোমবার (১৫ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারে দেবী দূর্গা ঘোটক (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন, আর যাবেন দোলায় চড়ে যবেন। তবে এবার মা দুর্গার আগমন-গমন দুটোই অমঙ্গল। এরপরও তিনি জগতের মঙ্গল কামনা করবেন।