কুড়িয়ে পাওয়া অর্থ ফিরিয়ে দিলেন, নিলেন না পুরস্কারও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯

কুড়িয়ে পাওয়া অর্থ ফিরিয়ে দিলেন, নিলেন না পুরস্কারও


সময় সংবাদ ডেস্ক-
ইতালির রোমে সততার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন বাংলাদেশ তরুণ মুসান রাসেল। ২ হাজার ইউরো (প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা) থাকা একটি মানিব্যাগ রাস্তায় কুড়িয়ে পেয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা মালিকের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। এ কাজের জন্য প্রতিদান হিসেবে পুরস্কারের প্রস্তাব পেয়েও তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন।

এমন সততা দেখিয়ে ইতালির সংবাদমাধ্যমে প্রশংসায় ভাসছেন রাসেল।

গত শুক্রবার ইতালির রাজধানী রোমের রাস্তায় মানিব্যাগটি পান রাসেল। সেটা নিয়ে সরাসরি চলে যান পুলিশের কাছে। এরপর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মানিব্যাগটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

লা রিপাবলিকা পত্রিকা রাসেলের কাছে জানতে চেয়েছিল, প্রথম যখন তিনি ওয়ালেটটি খুঁজে পান, তখন তিনি কি ভেবেছিলেন। রাসেল জানান, ওয়ালেটের ভেতরটা দেখে তার মনে হয়েছিল, যিনি এগুলো হারিয়েছেন তিনি নিশ্চয়ই খুবই সমস্যায় আছেন।

তিনি বলেন, “আমি ব্যতিক্রম কিছু করিনি। ওটা আমার টাকা ছিল না।”“আমি টাকার পরিমাণটাও জানতাম না। কারণ টাকাটা আমি গুনে দেখিনি। আমি কেবল এসব কিছু থানায় নিয়ে গিয়েছিলাম। এটা সততার ব্যাপার। আমার পরিবার আমাকে সততা শিখিয়েছে।”

মানিব্যাগে দুই হাজার ইউরো  ছাড়াও ছিল বেশ কয়েকটা ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যক্তিগত কাগজপত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোম শহরের মাঝামাঝি অবস্থানে রাসেলের ছোট একটা লেদার সামগ্রীর স্টল রয়েছে। সাত বছর ধরে এই শহরে বাস করছেন তিনি। ম্যানিব্যাগটির মালিক এখন রাসেলের দোকানের নিয়মিত কাস্টমার।

গো নিউজ২৪/

Post Top Ad

Responsive Ads Here