যুক্তরাষ্ট্রে পালাতে বাধ্য হলেন পাকিস্তানি মানবাধিকার কর্মী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৯

যুক্তরাষ্ট্রে পালাতে বাধ্য হলেন পাকিস্তানি মানবাধিকার কর্মী


সময় সংবাদ ডেস্ক//
বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর যুক্তরাষ্ট্র পালাতে বাধ্য হয়েছে বিশিষ্ট পাকিস্তানি মানবাধিকারকর্মী গুলালাই ইসমাইল। এক বিবৃতিতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। তবে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা এই অধিকারকর্মী কিভাবে দেশত্যাগ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

গুলালাই ইসমাইল পাকিস্তানে পরিচিত নাম। অনেকদিন ধরেই তিনি পাকিস্তানে মানবাধিকার প্রশ্নে সরব ভূমিকা পালন করছেন। রিচ তেষের সেরাবাজিনীর পাখতুন নারীদের ওপর বর্বোরোচিত নিপীড়নের প্রতিবাদ জানিয়ে চক্ষুশুল হছেন তিনি। তার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় সেনাবাহিনী। বাড়ির সামের পাহাড়া বসিয়েছেন। অন্তত চারবার তার বাড়িতে অভিযান চালিয়েছে। জব্দ করেছে সিডি, পেনড্রেইভসহ বিভিন্ন কাগজপত্র।

এক বিবৃতিতে গুলালাই বলেন, বিগত মাসগুলো খুবই দুর্বিষহ ছিলো। আমাকে হয়রানি করা হয়েছে। আমি ভাগ্যবান যে আমি জীবিত। কিভাবে দেশত্যাগ করলেন সে বিষয়ে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, বিমানবন্দর থেকে উড়ে আসেননি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে নিউ ইয়র্কে নিজের বোনের সঙ্গে রয়েছেন ৩৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মী। যুক্তরাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন তিনি।
২০১৩ সালে গুলালাই ১০০ জন নারীকে দিয়ে একটি সংগঠন শুরু করেন। ঘরোয়া সহিংসতা ও বাল্য বিবাহ নিয়ে কাজ করেন তারা। তবে তার সামাজিক কর্ম শুরু আরও আগেই। ১৬ বছর বয়সে প্রথম নারী অধিকার নিয়ে কাজ করেন তিনি। তার কাজের জন্য বিভিন্ন সময় অনেক পুরস্কার পেয়েছেন গুলালাই।

Post Top Ad

Responsive Ads Here