মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুরের সদর উপজেলার আমঝুপিতে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বর শাহিনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীন এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার থানা পাড়ার নুর ইসলামের ছেলের সাথে সদর উপজেলার জুগিন্দা গ্রামের মহনা খাতুনের নানা মোঃ খোকনের বাড়িতে (আমঝুপি দক্ষিন পাড়া) বিয়ের দিন ধার্য্য ছিলো। খোকনের নাতনী মহনা খাতুন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। মহনা খাতুনের বিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিয়ের আসর থেকে বর শাহিনকে আটক করা হয়। পরে আমঝুপি ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে তার এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মায়েন উদ্দীন জানান, বাল্য বিবাহ বিরোধী আইন ৭ (ক) ২০১৭ (১) ধারা মোতাবেক এ রায় দেওয়া হয়।