ফরিদপুর মাতিয়ে গেলেন এপার ওপার দুই বাংলার জনপ্রিয় শিল্পি মিতালী মূখার্জী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০১৯

ফরিদপুর মাতিয়ে গেলেন এপার ওপার দুই বাংলার জনপ্রিয় শিল্পি মিতালী মূখার্জী


ফরিদপুর প্রতিনিধি :
গতরাতে ফরিদপুর মাতিয়ে গেলেন ভারতীয় তিনজন খ্যাতিমান গানের শিল্পিরা। এদের মধ্যে এপার ওপার দুই বাংলার জনপ্রিয় শিল্পি মিতালী মূখার্জী, প্রিয়ংবদা ব্যানার্জি ও সৌমজিৎ রয়েছেন।  

সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির ৭৯তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের বদরপুরস্থ নিজ বাড়ী আফসানা মঞ্জিলে এই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। 

সন্ধ্যার পর থেকেই পুরতান সব গান দিয়ে গানে গানে দর্শকদের মাতিয়ে তুলেন মিতালী মূখার্জী। এরপর মঞ্চে উঠেন আরেক শিল্পি প্রিয়ংবদা ব্যানার্জি ও সর্বশেষে সৌমজিৎ গান গেয়ে শোনান শ্রোতাদের।  
 
এসময় শিল্পিরা ফোক, আধুনিক ও হিন্দি গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেন। 

এরআগে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে দেয়া  কেক কেটে জন্ম দিন পালন করেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডাঃ হাবিবে মিল্লাত, তার স্ত্রী, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বড় কন্যা সারিতা মিল্লাত, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, করিম গ্রæপের ব্যবস্থপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনির জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মারুফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এইচএম ফুয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here