shomoy/faridpur-
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট-নওপাড়া সড়কে গতকাল শুক্রবার বিকালে স্থানীয় দুর্বৃত্তরা সত্যেন ব্রীজ সংলগ্ন এলাকায় বড় ধরণের একটি পুরাতন শিশুগাছ কেটে নেওয়ার অভিযোাগ পাওয়া গেছে। যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে এলাকাবাসীর দাবী। এলাকাবাসী জানান, এর আগেও এভাবে একই রাস্তা থেকে ৪টি গাছ কেটে নেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই গাছটি রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ কাঁটা গাছঠি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যে জিম্মায় রেখেছেন।
এ ব্যাপারে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সড়কটি বাগাট ইউনিয়ন পরিষদের মালিকানা। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ও থানা পুলিশের এস আই এস এম রিয়াদুজ্জামান গাছটি জব্দ করে ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বাবু মেম্বরের হেফাজতে রেখেছেন। গাছ কাটার শ্রমিকরা পুলিশের আসার খবরে পালিয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই ভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এটা বন বিভাগের গাছ নয়। গাছ লাগানো ইউনিয়ন পরিষদের। উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।
মধুখালী থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) এস এম রিয়াদুজ্জামান জানান, তিনি ঘটনাস্থলে পৌছার আগেই দুবৃত্তরা পালিয়ে যায়। গাছটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে ৯নং ওয়ার্ডের মেম্বর বাবুর হেফাজতে রাখা হয়েছে।