রোমান সানাকে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৯

রোমান সানাকে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী

NEWS/SPORTS
এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র‍্যাংকিং টুর্নামেন্টের এককে স্বর্ণপদক জয়ী মো. রোমান সানাকে মিষ্টিমুখ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে লাল-সবুজের এই তীরন্দাজকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান তিনি।এ সময় রোমানের অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আর্চারি ক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। 



হঠাৎ এমন সংবর্ধনা পেয়ে রোমাঞ্চিত রোমান বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। অনেকবার দেখেছি, অনেক ক্রীড়াবিদকেই মাননীয় প্রধানমন্ত্রী কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আমাকেও তিনি অনেক দোয়া করেছেন। নিজ হাতে মিষ্টিও খাইয়ে দিয়েছেন। সত্যি এটা আমার জন্য স্বপ্নের মতো।’

অসুস্থ মায়ের চিকিৎসা দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ টেনে রোমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সবকিছুই করবেন। মা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, সেটা হবে আমার জন্য আরও আনন্দের।’

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ যোগান তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের ভালো কিছু একটা করা সম্ভব।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জে. (অব.) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (৩য় পর্ব) রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ রোমান সানা। শুক্রবার ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৭-৩ সেট পয়েন্টে চীনের ঝেনকি শিকে হারিয়ে সেরা হন ২৪ বছর বয়সী এই তরুণ আর্চার।

Post Top Ad

Responsive Ads Here