এবারে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধান চাইবেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০১৯

এবারে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধান চাইবেন প্রধানমন্ত্রী




মেহের আমজাদ, মেহেরপুর-
এবারে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধান চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল এক জনসভায় এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্ জামানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের আর্থ-সামাজিক নিরাপত্তায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সে লক্ষে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যা নিয়ে জোরালো বক্তব্যের মাধ্যমের বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা চাইবেন। এছাড়া মেহেরপুরের ভৈরব নদীসহ দেশের বিভিন্ন নদী রক্ষায় জনগনকে এগিয়ে আসার আহবান জানান প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি আরো বলেন, আজকে দেশে কোন চুরি-ডাকাতি নাই, কোন সন্ত্রাসী কর্মকান্ড নাই, বিদ্যালয় গুলিতে সুন্দর পরিবেশ সহ চমৎকার ভবন আছে। নতুন নতুন আরো অনেক ভবন তৈরী হচ্ছে। আর এ সব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেত্রীত্বের কারণে।

জনসভায় আরো বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন, মুজিবগনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন,ইউপি সদস্য ফরিদ উদ্দীন, আলমগীর হোসেন, সানোয়ার হোসেন প্রমুখ। জনসভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

Post Top Ad

Responsive Ads Here