বাংলাদেশের স্কোয়াডে ৪ পরিবর্তন, বাদ সৌম্য সরকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯

বাংলাদেশের স্কোয়াডে ৪ পরিবর্তন, বাদ সৌম্য সরকার

sportxs desk//-

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ১৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, পেসার ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি ও তরুণ স্পিনার মেহেদী হাসান। ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার। বাকি তিনজন কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। 

তাদের জায়গায় দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম। আর জাতীয় দলে অভিষেক হলেও প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দুই তরুণ। তারা হলেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। 

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।

Post Top Ad

Responsive Ads Here