মেহের আমজাদ, মেহেরপুর-
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী ৪৮ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী ৪৮ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইডস দল সহ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী খেলোয়াড়বৃন্দ জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্যারেড ও সালাম গ্রহন করেন।এসময় জেলা শিক্ষা অফিসার মোঃ শাহিন আক্তার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।২ দিন ব্যাপী ৪৮ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মেহেরপুর জেলা পর্যায়ে হ্যান্ডবল, ফুটবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।