শৈলকুপায় শিক্ষামন্ত্রণালয়ের ভুয়া পরিদর্শক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯

শৈলকুপায় শিক্ষামন্ত্রণালয়ের ভুয়া পরিদর্শক আটক

নিউজ ডেস্ক-
একে একে ৪টি বিদ্যালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপপরিদর্শক সেজে মনিরুল ইসলাম ওরফে তারিক আজিজ নামের এক ভুয়া পরিদর্শক ভয়ভীতি দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার সময় অবশেষে ধরা পড়েছে। শিক্ষকরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এই প্রতারক এর আগে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, বসন্তপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, বাকাইসিদ্দি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে পরিদর্শক পরিচয় দেয়।
শৈলকুপার রাহাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিম জানান শনিবার ( আজ) দুপুরে সে নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের উপপরিদর্শক পরিচয় দিলে শিক্ষকদের সন্দেহ হয়। তখন তারা কাগজপত্র দেখতে চাইলে জাল-জালিয়াতির কাগজ দেখালে শিক্ষকরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সে সাদা রং এর প্রাইভেট চেপে পালানোর চেষ্টা করলে শিক্ষকদের সহায়তায় জনতা তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় এনে হাজতে আটকে রাখে।
থানার ডিউটি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, তিনি যে কাগজপত্র দেখিয়েছে তার সাথে বোর্ড কর্মকর্তা বা অফিসের কাগজের কোন মিল নেই, সহি-স্বক্ষরও জাল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানিয়েছে।
আটককৃত ভুয়া পরিদর্শকের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার অঞ্জনগাছি গ্রামে। সে মিরপুরের কাকিলাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Post Top Ad

Responsive Ads Here