আফিফ-মিরাজরা গাড়ি-বাড়ি পায়, আমরা পাই ফুল: রোমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯

আফিফ-মিরাজরা গাড়ি-বাড়ি পায়, আমরা পাই ফুল: রোমান


সময় সংবাদ ডেস্ক-
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-৩) স্বর্ণ পদক জিতে সোমবার দেশে ফিরেছেন দেশসেরা আরচার রোমান সানা। ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণের পাশাপাশি দলগত ও মিশ্র দলগততেও পদক জেতেন এই তারকা। এর আগে জুনে নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে রুপা জেতেন তিনি। যেটি আরচারির বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রথম সাফল্য। সেই আসরেই দেশের প্রথম আরচার হিসেবে ২০২০ টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত হয় রোমানের।

ধারাবাহিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক আসরে সাফল্য পাওয়ায় রোমানকে নিয়ে বাড়ছে স্বপ্নের পরিধি। রোমান চোখ রাখছেন অলিম্পিক পদকে। তবে একটা জায়গায় মনে খুব অভিমান খুলনার তালতলার এই তরুণের। এত এত সাফল্যের পরও কখনো তেমন কোনো সংবর্ধনা মেলেনি তার। ফেডারেশন বা ক্রীড়া মন্ত্রণালয়ের মিষ্টিমুখেই থেকেছে সীমাবদ্ধ।

গেল শুক্রবার ফিলিপাইনের ক্লার্ক সিটিতে এশিয়া কাপ আরচারির স্বর্ণ নিশ্চিত করেন রোমান। একই দিন ক্রিকেটে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফিফ হোসেন ধ্রুব ফিফটি করে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতান। কিন্তু রোমানের অভিযোগ, আফিফকে নিয়ে যে মাতামাতি হয়েছে, তাকে নিয়ে তার কিছুই হয়নি।  সোমবার সন্ধ্যায় একটি নিউজ পোর্টালের সঙ্গে একান্ত আলাপে অভিমানী এমন রোমানকেই পাওয়া গেল।

রোমান বললেন, ‘কেন আক্ষেপ থাকবে না বলুন? এই অর্জনগুলো কিন্তু ক্রিকেটের থেকেও অনেক বড়। ক্রিকেট কিন্তু কখনোই এশিয়া কাপ জিততে পারেনি। সেখানে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অলিম্পিক কোয়ালিফাই করে পদক (রুপা) জিতেছি। এশিয়া কাপে নম্বর ওয়ান হয়েছি। এটা কি ক্রিকেটের চেয়ে বড় অর্জন নয়? আপনারাই এটা বিবেচনা করে দেখতে পারেন।’

Post Top Ad

Responsive Ads Here