মার্তিনেসের হ্যাটট্রিকে মেক্সিকোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৯

মার্তিনেসের হ্যাটট্রিকে মেক্সিকোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

SPORTS DESK//FOOTBALL-
টেক্সাসে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে ৪-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। তিন গোল করেন মার্তিনেস, অন্যটি লিয়ান্দ্রো পারেদেস। 

লিওনেল মেসি, সের্হিও আগুয়েরোদের অনুপস্থিতিতে চিলির বিপক্ষে আগের ম্যাচে চেনা রূপে দেখা যায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই ম্যাচে গোল শূন্য ড্র করা দলটি মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে চারবার জালে বল পাঠায়।

সপ্তদশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্তিনেস। মাঝমাঠ থেকে পারেদেসের কাছ থেকে বল পেয়ে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে বাঁ পায়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।

পাঁচ মিনিট পর আবার জালের দেখা পান মার্তিনেস। এসেকিয়েল পালাসিওসের ডিফেন্স চেরা পাসে বাঁ পায়ের আরেকটি কোনাকুটি শটে গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে পরাস্ত করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

খানিক পর মার্তিনেসের কাট ব্যাক কার্লোস সালসেদোর হাতে লাগলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৩৩ তম মিনিটে পারেদেসের স্পট কিকে হাত লাগালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি ওচোয়া।

৪১তম মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মার্তিনেস। এই গোলে ভাগ্যের একটু ছোঁয়াও আছে। বল পাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। মেক্সিকোর এক খেলেয়াড়ের পায়ে লাগার পর আবার বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মার্তিনেস। পেয়ে যান দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক।

চলতি বছরে আর্জেন্টিনার হয়ে ৯ ম্যাচে আট গোল করলেন মার্তিনেস। দেশের হয়ে সব মিলিয়ে ১৩ ম্যাচে ৯ গোল করলেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। মেক্সিকো পারেনি প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে।

Post Top Ad

Responsive Ads Here