ফরিদপুর শহরের রাজপথে এবার গানওয়ালা পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

ফরিদপুর শহরের রাজপথে এবার গানওয়ালা পুলিশ


ফরিদপুর প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারণে সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষকে ঘরে রাখতে দিনরাত কাজ করে চলেছে পুলিশ। তারপরেও সরকারের নির্দেশনা মানছে না অনেকে। প্রয়োজনে আবার অপ্রয়োজনেও ঘর হতে বেরুচ্ছে।


এবার এই জনসাধারণকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে পথে পথে দেশাত্মবোধক গণসংগীত পরিবেশনের উদ্যোগ নিয়েছে পুলিশ। শহরের বিভিন্ন পাড়া মহল্লায় পৌছে তারা গিটার ও দোতারা হাতে এসব গান পরিবশেন করছে। 


বিশেষ করে সামাজিক যোগাযোম মাধ্যম ফেসবুকে ফরিদপুরে পুলিশের এই সংগীত পরিবেশন লাইভ করার পর মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ফরিদপুরের সাধারণ নাগরিকেরা করোনা সচেতনতা সৃষ্টিতে পুলিশের এসব কর্মকান্ডের ব্যাপক প্রশংসায় মেতে উঠেন।


সোমবার সন্ধ্যায় শহরের সারদা সুন্দরী কলেজের সামনে, ভাঙ্গা রাস্তার মোড়, জনতা ব্যাংকের মোড় ও এভাবে সংগীত পরিবেশন করেন তারা। এসময় দোতারা হাতে এসআই আনোয়ার হোসেন ও গিটার হাতে সুরের মুর্চ্ছনা ছড়ান।


তাদের সাথে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সহ আরো পুলিশ সদস্য অংশ নেন। ফেসবুকে ফরিদপুরের পুলিশের এই সংগীত পরিবেশনের ভিডিও সরাসরি সম্প্রচারে যোগ দেন অসংখ্য দর্শক ও শ্রোতা। তারা পুলিশের এই অভিনব উদ্যোগের ব্যাপক প্রশংশা করেন। অসংখ্য শেয়ার ও লাইকে ভরে উঠে ফরিদপুর জেলা পুলিশের ফেসবুক পেজের এই পোস্ট।


ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ মানুষ যেন বিনা প্রয়োজনে ঘর হতে না বের হয় এবং অতি জরুরি কাজে যারা বের হন তারা যেনো সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করেন সেজন্যই আমরা গংগীতের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। দেশাত্মবোধক গণসংগীতের পাশাপাশি করোনা সচেতনতায় স্বরচিত গানও পরিবেশন করা হয়। তিনি সকলের প্রতি উদাত্ত আহŸান জানান, তারা যেনো সকলেই করোনা ভাইরাসের সংক্রমণরোধে সচেতন হন।
এর আগে রবিবার সন্ধ্যা হতে ফরিদপুরের পুলিশ বিভাগের সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে করোনা ভাইরাস সম্বলিত আল্পনা আঁকেন। জনসচেতনা সৃষ্টিতে পুলিশের এই অভিনব কার্যক্রমে জনমনে ব্যাপক সাড়া ফেলে।


ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান (পিপিএম সেবা) বলেন, জনমনে যাতে দাগ কাটে এজন্যই ফরিদপুরের পুলিশ বিভাগ সড়কে আল্পনা এঁকে, গানে গানে জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির বিষয়টি বোঝাতে এই উদ্যোগ নিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here