ফরিদপুরে ৫ হাজার দরিদ্রদের মাঝে বিএনপি নেতা খন্দকার সেলিমের খাদ্য সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

ফরিদপুরে ৫ হাজার দরিদ্রদের মাঝে বিএনপি নেতা খন্দকার সেলিমের খাদ্য সামগ্রী বিতরণ


ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে বিএনপির সাবেক এমপি প্রার্থী, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এর পক্ষ থেকে ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।   


মঙ্গলবার সকাল থেকে ফরিদপুর সংসদীয় ৪ আসনের তিনটি উপজেলায় (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) বিএনপির নেতাদের মাধ্যমে এই ত্রাণ দেয়া কার্যক্রম শুরু করেন তিনি। পর্যায়ক্রমে ৫ তিনটি উপজেলার হাজার হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে তার পক্ষ থেকে বলা হয়েছে।   


খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবন, দুধ ও চিনি দেয়া হচ্ছে। তিনটি উপজেলার নেতাকর্মিরা এইসব খাদ্য সামগ্রী আজ থেকে বিতরণ শুরু করবেন হত দরিদ্রদের বাড়ি বাড়ি ঘুরে।  


এ বিষয়ে খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন তিন উপজেলার হত দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা শুরু করা হয়েছে। আমার নেতাকর্মিরা তিনটি উপজেলায় মোট ৫ হাজার হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। তিনি বলেন হতদরিদ্র মানুষ যাতে কোন রকম ভাবে এই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময়ে না খেয়ে থাকতে হয় সেই জন্য এই সহায়তা অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here