ফরিদপুরে ১২'শ মানুষের মাঝে বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

ফরিদপুরে ১২'শ মানুষের মাঝে বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ


হারুন-অর-রশীদ :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামানের পক্ষ থেকে ১২'শ অসহায় ও  দুঃস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার তালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সত্তার চৌধুরী, ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিচ চোকদার, লস্করদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাজিস মাতুব্বরসহ উপজেলার বিএনপির নেতাকর্মীবৃন্দ।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির এ নেতা সাংবাদিকদের বলেন, আমি আগেও মানুষের পাঁশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।  তিনি বলেন, আমি বাঁচা থাকতে নগরকান্দার একটা মানুষকেও না খেয়ে কষ্ট পেতে দিবোনা। আমার জীবন দিয়ে হলেও পাঁশে আছি।




সময়/জেলা/নাজ

Post Top Ad

Responsive Ads Here