দেশে আজকে করোনায় ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

দেশে আজকে করোনায় ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১১০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৩৩৮২ জন করোনা রোগী শনাক্ত হলো। 


মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ২৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা ৪ জন। এদের মধ্যে ষাটোর্ধ্ব ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন করনাভাইয়ারসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৮৩ হাজার ১৮১ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৭০ হাজার ৫০১।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৬ লাখ ৫২ হাজার ৭৬১ জন। এখনো ১৬ লাখ ৫৯ হাজার ৯১৯ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।




সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here